আমার দিনের রুটিন
নষ্ট অভ্যাসের
সিগারেট আর কফিতে ডুবে থাকা
নিজেকে তোমাতে নিমগ্ন রাখা
দুটোই ভয়ানক রকম আসক্তি
আজও হয়নি মুক্তি
অর্ধ রাত বই পড়ে
নিদ্রাহীন রাত্রি যাপন
কবিতার শব্দ শব্দে নিজেকে
আত্মসমর্পন
এসবই আমার আসক্তি
আমার আর নেই বুঝি কোন মুক্তি
পেছনে মুখ ঘুরিয়ে রাখা
অথচ সামনে চলতে চাওয়া
তোমার সাথে স্মৃতিগুলোর জাবরকাটা
অথচ ভুলে যাওয়া উচিত ভাবা
দিনযাপনে এতো সব আসক্তি
আর কি হবে আমার মুক্তি?
ভুল করে ভুল করা
ভুল সিদ্ধান্তে জীবন অপচয় হওয়া
প্রায়শ্চিত্তের চাপে থাকা
আবারো বর্তমান অপচয় করা
প্রতিদিন এসবই আমার দিনলিপির আসক্তি
আর হবে না মুক্তি!!
মুক্তির নিশানায় থাকি প্রতিদিন
অথচ, দহনে কাটে একটি একটি করে দিন
নষ্ট অভ্যাসের দিন লিপি আমার
উল্লাসে ভরপুর প্রতিদিন তোমার
প্রার্থনা করো, মরচে পড়ুক এই মনে
মুক্তি আসুক আমার জীবনে
মার্চ ১১, ২০২৪ সকাল ৮টা
মিরপুর, ঢাকা