প্রতিদিন তারা
একসাথে গল্প করে, ঘুরে বেড়ায়
দুজনেই নিজেদের বৃদ্ধ মনে করে না
বিয়ে নামক কারাগারে থাকার ইচ্ছে হয় না
তারা দুজনেই কবি
তারা দুজনে
ভালোবেসে বিয়ে করেছে
একছাদের নীচে দীর্ঘদিন আছে
কারোর সাথে কারো দেখা হয় না অনেকদিন
তারা একজন নাইট গার্ড অন্যজন
গার্মেন্টসকর্মী
তারা রাতে এবং
সারাদিন একসাথেই থাকে
সারা শহর ঘুরে বেড়ায়
ক্ষুধা লাগলে, মাটির বাটিতে ভাগ করে ভাত খায়
একজন প্রতিবন্ধি, অন্যজন
সাহায্যকারী, দুজনেই ভিক্ষুক
বিচিত্র এই পৃথিবী?!?!
মার্চ ৬, ২০২৪ বিকেল ৩টা
স্ট্রিট টি স্টল, মতিঝিল, ঢাকা