কারো কারো
দেহের মৃত্যুর আগেই
মৃত্যু হয়ে যায় “আত্মার”
আত্মাবিহীন দৈহিক কাঠামো’
অন্যের প্রয়োজনের কিংবা
মনোরঞ্জনের
আমার আত্মার মৃত্যু হয়েছে
নিঃশব্দে
নীরবে
ভাঙ্গনের শব্দ ছাড়াই
লাশের খাটিয়ায়
আমি আমার লাশ দেখতে পাই
নীরব দর্শকের মতো
বিপন্ন পৃথিবীর চোখে
নিঃস্বতার দ্রোহে
দহনের তাপে
আমি বেঁচে থাকি জীবনের আনাচে কানাচে
ঘুমিয়ে থাকি লাশের নীচে
জীবন্ত থাকি প্রতিদিনের প্রয়োজনে
নানা আকৃতির মুখোশের আয়োজনে
আমি
আমারই জন্য টক্সিক
জীবনের সাথে কথা হয় প্রতিদিন
মৌখিক
আমি
অন্য কারো জন্য টক্সিক মানুষ
ওড়াতে পারিনি রঙিন ফানুস
টক্সিক
আমি, আমার জীবন এবং
অন্য কেউ কিংবা
অন্য কারো কাছে
মার্চ ৭, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা