টিন এজ বয়সের মতো
প্রেমিকার জন্য
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা
একটু ছুঁয়ে দেয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা
একটু কন্ঠস্বর শোনার জন্য
টেলিফোন বুথে লাইনের পেছনে দাঁড়িয়ে অপেক্ষা
এসব অপেক্ষা
এখন আর ভালো লাগে না
বয়সের সাথেও মানায় না
মন সায় দেয় না
একসাথে একটু হাঁটবো বলে
কতো ক্লাস ফাঁকি দেয়া
অভিন্ন কাপে চা খাওয়ার জন্য অপেক্ষা
তৃষিত নয়নে, একবার দেখার জন্য কত শত মাইল জার্নি করে
পরিশ্রান্ত দেহ মনে অপেক্ষা
এখন আর তেমন অপেক্ষা হয় না
অপেক্ষারও বিবর্তন হয়েছে
পরিমার্জিত হয়েছে, পরিবর্তিত হয়েছে
আরো বেশি শালিন হয়েছে
এখন অপেক্ষা করি
একটু গল্প করার জন্য
হৃদয়ের উত্তাপ বিনিময়ের জন্য
মার্চ ৪, ২০২৩ সন্ধ্যে ৯টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা