১০৯৬
জীবনের খাতায় প্রতিদিন
নুতন নুতন অভিজ্ঞতার পাতা যোগ হচ্ছে
তিক্ত সব অভিজ্ঞতা
এখানেই থামিয়ে দিতে পারলে
খুব ভালো হতো
হিজিবিজি লেখা দিয়ে
পৃষ্টার পর পৃষ্ঠা লিখে কি লাভ?
সাদা পৃষ্ঠা ঢের ভালো
ফেব্রুয়ারী ২০, ২০২৪ সন্ধ্যে ৭টা
বইমেলা, ঢাকা
১০৯৭
তোমার কারনেই
ফিরিয়ে দিয়েছিলাম আমি
আমার পৃথিবীকে
এখন, তোমার কারনেই
ফিরে যেতে চাচ্ছি
সেই পৃথিবীতে
মাঝে, অতিক্রম হলো অনেকগুলো বছর
আর ফেরা হলো না আমার
ফেব্রুয়ারী ১২, ২০২৪ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
১০৯৮
অগোছালো শহরে
নোংরা জলাশয়ে
এবড়ো থেবড়ো রাস্থার পাশে ঝুপড়ি ঘর
অথচ রঙ্গিন- জীবন
রঙের ভুল মিশ্রনে
অনুপাতে ভুল হলে
জীবনের ক্যানভাসে রক্তচ্ছটা দেখা দেয়
জীবনের শিল্প
শিল্পীত জীবন
দুটো ভিন্ন সমীকরণ
মার্চ ৪, ২০২৪ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
১০৯৯
রাতের একটা সুর থেকে
অন্ধকারেরও ঘ্রাণ পাই নাকে
উত্তাপে প্রশান্তির প্রত্যাশা
মানুষের চিরকালের
অহংকারের তাপে জ্বলসে যায়
কোন কোন জীবন
ভালোবাসায়ও নাকি
সুগন্ধ আছে
অথচ আমি পাই না
অন্ধকার অন্ধকার ঘাণ
আমার আজন্মের ভালো লাগা
মার্চ ৪, ২০২৪ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা
১১০০
অনেক কষ্টে সেলাই বিদ্যায়
দক্ষতা অর্জন করেছি
হৃদপিণ্ড সেলাই!!
ডাক্তারী বিদ্যায় অভিজ্ঞ সার্জন
হৃদপিণ্ড উন্মুক্ত করে রক্ত প্রবাহের জন্য
অতঃপর সেলাই করে
আমি ভালোবাসার বিষাক্তে
রক্ত প্রবাহ বন্ধ করার জন্য
হৃদপিণ্ড সেলাই করি
মার্চ ৪, ২০২৪ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা