১০৯১
কারো কারো সাথে
আকস্মিকভাবেই পরিচয় হয়
পরিচয় থেকে সম্পর্ক
আরো একটু এগোতে থাকে
কেউ ভাবে শুধুই, “পরিচিতজন”
এই আছি, এই নেই, যখন তখন
অন্যজন হয়তো ভাবনায় এগিয়ে, “বন্ধুত্ব”
মুছে ফেলতে চায় কিছুটা দূরত্ব
আসলেই কোনটাই না
পুরোটাই বিভ্রম, যত্রতত্র
ফেব্রুয়ারী ২৬, ২০২৪ বিকেল ৫টা
রিং রোড অফিস, ঢাকা
১০৯২
মানুষের জীবনেও
অদৃশ্য শেকড় আছে
বিস্তৃত শেকড় রস সংগ্রহ করে
সম্পর্কের জাল ছুয়ে ছুয়ে
একটি মাত্র শেকড়েও
জীবন টিকে থাকে; শুধুমাত্র আত্মার শেকড়ে
ক্ষয়ে ক্ষয়ে
সম্পর্কের জাল যখন যায় টুকরো হয়ে
ফেব্রুয়ারী ২৪, ২০২৪ সকাল ১০টা
মিরপুর, ঢাকা
১০৯৩
দূরে চলে যাও
অনেক দূরে, দৃষ্টির সীমানা ছাড়িয়ে
ছায়াকে মাড়িয়ে
সম্ভব হলে চেনা শহর ছেড়ে
চেনা মানুষকে হারিয়ে
ফিরে তাকিও না, কখনো মনে হলে
পেছনে কিছু নেই
কিছু থাকে না
ফেব্রুয়ারী ১৯, ২০২৪ রাত ১২টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা
১০৯৪
এখানে সেখানে
ঘুরে বেড়াই
মূলত পালাতে চাই, লুকোতে চাই
হারিয়ে যেতে চাই
অদৃশ্যে থাকতে চাই
কোথায়, কেন, কেমন করে
এসব প্রশ্নে বিব্রতবোধ করি
প্রশ্ন এড়াতে চাই
মানুষের ভীড় থেকে মুক্তি চাই
আর কিছু?
এটুকু হলেও, চলে
তবে হ্যা, স্মৃতির বিড়ম্বনা থেকেও দূরে থাকতে চাই
ফেব্রুয়ারী ৫, ২০২৪ রাত ১২টা
মিরপুর, ঢাকা
১০৯৫
মানুষ নানা ধরনের
প্রলোভনে আক্রান্ত হয়
নৈকট্যের প্রলোভন
সবচেয়ে বেশি আকর্ষনীয়, কোমল
একই সাথে ভয়ংকর বার্তাও বহন করে
ঈশ্বর, প্রকৃতি ও নারী
একই ছন্দের নৈকট্য, একই সুর
অথচ, ভিন্ন বার্তা
ফেব্রুয়ারী ২১, ২০২৪ সকাল ৭টা
মিরপুর, ঢাকা