তোমারই কারনে
অবজ্ঞা করে আসলাম জীবনকে
ফিরিয়ে দিলাম নিজেকে
তোমারই জন্য
হারিয়ে ফেললাম দূরন্ত ক্যাম্পাস জীবনকে
মেনে নিলাম অপমান এবং তীব্র অসহায়ত্তকে
তোমাকে ভালো রাখার জন্য
ফেলে আসলাম স্বাচ্ছন্দ্যের পথচলাকে
ভুলে গেলাম আপনের চেয়েও আপনকে
তোমারই কারনেই
ভুলে গেলাম উজ্জ্বল ভবিষ্যতের হাতছানিকে
পোড় খাওয়া জীবনের সাথে অভ্যস্থ করলাম নিজেকে
তোমারই জন্য
ঘামে আর শ্রমে দিনযাপন করলাম বুঝিয়ে নিজেকে
হারিয়ে ফেললাম আমি আমাকে
সেই তুমি, হারিয়ে গেলে
নিঃস্বতা যখন ঘিরে ফেলেছে আমাকে
বিদায় জানিয়েছি যখন পৃথিবীকে
মার্চ ৪, ২০২৩ রাত ৯টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা