ল্যান্ডস্ক্যাপ!!

তোমার জীবনের ক্যানভাস
এতোটাই বিশাল!!
সেখানে  কোন ছবি আকা যায় না
রঙ তুলির আঁচড় বিন্দু বিন্দু মনে হয়

বেশ কয়েকটি
ছবি আকার চেষ্টা করেছিলাম
হতাশ হয়ে ফিরেছি
আমি, আসলে এতো বড় ক্যানভাসে
ছবি আকা শিখিনি

ক্যানভাসে মাপ জানা দরকার আগে
রঙের বিন্যাস
তুলির সুক্ষ্মতা
অনুপাতিক হারে রঙের মিশ্রন
এসব না জেনে, শিল্প চর্চা অন্যায়
আমি, তো কিছুই জানি না, ভুল হয়ে গেছে বড্ড

অন্যের মতো গ্যালারীতে
আমার শিল্প সত্তা প্রদর্শন হয়নি
কিন্তু ছবিটা তো সত্য

সত্য মিথ্যে আপেক্ষিক
পুরোটাই ভিন্নতার অনুভব ভিত্তিক

আমি হয়তো তুলির আচড়
দিতে শিখিনি
তবুও; মনের গহীনে আকা ছবি
আলতো করে তুলে রাখলাম

মার্চ ৩, ২০২৩ সকাল ৭টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা