মানুষের ভীড় আমার ভালো লাগে না
এড়িয়ে চলি
তোমার ওখানে বড্ড ভীড়
ওদিকটা আর যেতে ইচ্ছে করে না


কোন একদিন সমস্ত ভীড় ঠেলে
আমরা একসাথে কফি খাবো
আড্ডা দিবো
এসো একদিন তাহলে, আসবে তো?


তা কি করে হয়!!
তুমি তো তোমার মাথাটা
সাথে নিয়েই আসবে, নাকি?
তোমার মগজে যে মানুষের ভীড়, তার কি হবে?!?!


বরং
তুমি থাকো মানুষের ভীড়ে
কেউ তোমার কাধে হাত রেখে হাটুক
তোমাদের মধুর আড্ডা চলুক


আমি না হয়, অপেক্ষা করি
পাহাড়ের চূড়া স্পর্শের ইচ্ছেটা পূর্ণ হউক তোমার
মানুষের ভীড়টা কমুক
তোমার বয়সটা আরো একটু বাড়ুক

ফেব্রুয়ারী ২৬, ২০২৪ রাত ১২টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা