একটি সিগারেট খেতে
যতো সময় লাগে, তারচেয়ে বেশি সময় নিলাম
প্রায় দ্বিগুন সময়;
এরই মধ্যে
একের পর এক, তিনটে সিগারেট ধবংস করলাম
দু’কাপ কাপ কফিও খেলাম
আরো একটু সময় কি
অপেক্ষা করা উচিৎ ছিলো??
ফিরে এসে মন ভালো হলো না
আরো একটু বেশী ই খারাপ হলো
তবুও; একটি নির্লজ্জ অপেক্ষা থেকে
নিজেকে মুক্ত রাখলাম!!
ফেব্রুয়ারী ২৩, ২০২৪ রাত ৮টা
বই মেলা টি স্টল, ঢাকা