টাকার মতো মানুষেরও
অবমূল্যায়ন হয়
সম্পর্কের ও;
কথার, আচরণের, যোগাযোগের, সময়ের.....
সব কিছুরই অবমূল্যায়ন আছে
বছর দুয়েক আগে
আমি যেমন ছিলাম তোমার কাছে
কিংবা তারও আগে
গত বছর তার অবমূল্যায়ন হয়ে একটু কমেছে
এ বছর আরো একটু
আগামী বছর আরো, আরো একটু কমে যাবে
এভাবেই, একটু একটু করে
এক সময় হয়তো শুন্য হয়ে যাবো
আমি তখন "শুন্য মানুষ" হবো!
ফেব্রুয়ারী ১৭, ২০২৪ রাত ১১টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা