সম্পর্কের ধরনটা কেমন?
আমি ভেবেছিলাম, অভিমানের
তুমি ভাবলে, অভিযোগের
আমি ভেবেছিলাম, ব্যক্তিত্বের আকর্ষন
তুমি ভাবলে, সৌন্দর্যের দ্যুতি
আমি ভেবেছিলাম, শরীরের টান তাৎক্ষনিক
তুমি ভাবলে, শরীরের টানটাই প্রধান
আমি ভেবেছিলাম, বন্ধুত্বের
তুমি ভাবলে, দেনা পাওনার
আমি ভেবেছিলাম, যখন যেমন তখন তেমন
তুমি ভাবলে, নির্দিষ্ট দূরত্বের
আমি ভেবেছিলাম, অনুভবের তাপে প্রজ্বলিত
তুমি ভাবলে, ব্যবসায়িক লেনদেনে বিকশিত
আমি ভেবেছিলাম, সুখে অসুখে পাশে থাকার
তুমি ভাবলে, দুঃসময়ে সহযোগীতার
আমি ভেবেছিলাম “বিশেষ একজন”
তুমি ভাবলে “মানুষের ভীড়ে শুধুই একজন”
ভাবনার দূরত্বে, দুজনের সমান্তরাল যাত্রা
একজন পুড়ে হলো ছাই
সবার্থ শেষে অন্যজন, বলে উঠলো, “বাই বাই”
ফেব্রুয়ারী ১৯, ২০২৪ সকাল ১১টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা