আমি এখন আর
তোমার সাথে দেখা করতে যাই না
আতংকে থাকি
যদি তোমায়, অন্য কারো পাশে দেখি!
আমি আর তোমায় ফোন করি না
বড্ড ভয়ে থাকি
হঠাৎ যদি বলে ফেলো
একটি কল এসছে, এখন রাখি!!
আমি একটি ম্যাসেজও লিখি না
লিখতে চেয়েও, শেষ পর্যন্ত লেখা হয় না
সবুজ বাতি জ্বলতে দেখি
অপেক্ষার প্রহর গুনতে হয় যদি
তোমার পাশ দিয়েই হেটে যাই
তোমার গা ঘেষে হেটে চলা
কাকে দেখবো, সেটা তো জানি না
ভয়ে, আর ফিরে তাকাই না
তুমি আমায় নিছক
পরিচিত জনই ভাবো
তবুও তোমায় আমি
বন্ধু ভেবেই যাবো
ফেব্রুয়ারী ১৮, ২০২৪ বিকেল ৪টা
একুশে বই মেলা ২০২৪