১০৮৬
সময়ের কৌশলী প্রশ্রয়ে
একদিন মন খারাপ থামে যায়
বিনিময়ে অনেকটা সময় হারাতে হয়

কেউ খুঁজে পায়
তার নুতন গন্তব্য
কেউ বা তখনো অপেক্ষা করে

কেউ ই পেছনে তাকায় না
সমান্তরাল যাত্রাপথে এগিয়েই চলে

ফেবরুয়ারী ১৫, ২০২৪ রাত ১০টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা

১০৮৭
যাকে দেখে মন ভালো হবার কথা
তাকে দেখেই বিষন্ন হয় মন
যথা তথা

যাকে, না দেখাই ভালো মনে করি
তার ছবিতেই বার বার ফিরি

যার সান্নিধ্য এড়িয়ে চলি
তার সাথেই সারাদিন কথা বলি

ফেব্রুয়ারী ১৪, ২০২৪ রাত ১১টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা

১০৮৮
মানুষ যখন নীরবতার প্রেমে পড়ে
কেবল তখনই নিজের কাছে পৌছাতে পারে

অন্যথায়, বিভ্রান্তিতে মরে
এখানে সেখানে, কোলাহলে নড়ে

ফেব্রুয়ারী ১৬, ২০২৪ সকাল ৮টা
নিজ লাইব্রেরী, মিরপুর, ঢাকা

১০৮৯
কেউ হাত ধরে চলে
কেউ বা একা
কিন্তু সবাই চলে, এগিয়ে যায়

জীবনের পথ পরিক্রমায় আমি চলি,
দোদুল্যমানতায়!!

ফেব্রুয়ারী ১১, ২০২৪  রাত ৯টা
মিরপুর, ঢাকা

১০৯০
কফিনে লাশের ঘ্রাণ ছড়িয়ে গেলে
ঘুচে যায় সব লেনদেন
নিজগুনে স্থিরতা পায়
অভিযোগ আর অভিমান

মৃতদের চোখে
ভিন্ন পৃথিবী, অসীমের পানে ছুটে চলা
জীবিতরা
তখনো ব্যস্ত গীবত বলা

লক্ষকোটি বছরের
পুরনো পৃথিবী মুচকি হাসিতে চোখ মেলে
এই তুমি, কিসে তবে বিভ্রান্ত হলে
সময়ের সাথে কথা না বলে!

ফেব্রুয়ারী ১৬, ২০২৪ দুপুর ১১টা
টি স্টল আড্ডা, মিরপুর, ঢাকা