১০৭৬
কি যেন একটা কিছু; বলতে চাই
লিখতে চাই
না বলা
এই আক্ষেপ নিয়ে, প্রান্তসীমায় এগিয়ে যাই!!!
ফেব্রুয়ারী ১, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১০৭৭
আমি হাটি তন্দ্রাচ্ছন্ন হয়ে
বিস্ময়ে ঘোরলাগা পথে
অচেনা জলে ভিজে থাকি
শব্দগুলো সুর হয়ে আসে
কাকডাকা ভোরে
পিপড়ের দল হাসতে হাসতে
এগিয়ে আসে
বিষন্নতায় ভরে যায় মন, নিমিষে
ফেব্রুয়ারী ৮, ২০২৪ সকাল ৭টা
মৌলভীবাজার
১০৭৮
জীবনের ভারটা
দেহ ও মন
দু'জনের কাধেই সমান হওয়া উচিৎ
প্রকৃতির নিয়মটা
এমনই ছিল, আমরা নিজেরাই ভারসাম্যহীন
করে তুলেছি প্রতিনিয়ত
ফেব্রুয়ারী ৮, ২০২৪ সকাল ৭টা
মৌলভীবাজার
১০৭৯
আমার মৃত্যুর পর
বারান্দাটা খুলে দিও
আমার আর বসা হলো না
কেউ না কেই বসবে, প্রশান্তি খুজে নেবে
জীবনের কাছে আশ্রয় পাবে
আমার মৃত্যুর পর
ডায়েরীগুলো সব পুড়ে ফেলো
ছাইগুলো মাটিতে পুতে রেখো
কেউ না কেউ ডায়েরীগুলো পড়ে ফেলতে পারে
জীবনবিমুখ হয়ে যাবার আশংকা থাকে
ফেব্রুয়ারী ৭, ২০২৪ সকাল ৭টা
মৌলভীবাজার
১০৮০
শহরের বিজ্ঞাপন বিলবোর্ডগুলোকে
অদ্ভুত লাগে, ঠায় দাড়িয়ে থাকে
কোন কাজ নেই
শুধু গুনগান প্রচার করা ছাড়া
ইদানিং আমার;
মানুষে মানুষে সম্পর্কগুলোকে
বিজ্ঞাপনী বিলবোর্ডের মতোই মনে হয়
শুধুই একে অপরের
প্রশংসা করা, গুনগান গাওয়া..
ফেব্রুয়ারী ২, ২০২৪ সকাল ৯টা
শিবগঞ্জ, চাপাই নওয়াবগঞ্জ