কারো কারো
জীবনটাই ধূসর, নাকি
জীবনের রঙটা ধূসর
বাইরে থেকে বোঝা মুশকিল
কারো কারো জীবনের
আনন্দঘন সময়টা সত্য, নাকি
আনন্দে থাকার অভিনয়টা সত্য
বাইরে থেকে বোঝা মুশকিল
মানুষ তবে কি বোঝে?
কি বুঝতে চায় সে? নাকি
বোঝার ভান করে
আদতে মানুষ কিছুই বোঝে না
রহস্যের তল স্পর্শ
মানুষের সাধ্য কি?
জীবনের উপরিতলই মানুষ আয়ত্ত্ব করতে পারেনি!!
ফেব্রুয়ারী ৫, ২০২৪ দুপুর ৩টা
শিবগঞ্জ টু ঢাকা যাত্রাপথে