আমি কেবলই “পরিচিত” একজন!
অথচ আমি ভেবেছি ভিন্ন কিছু
আপনজন

নিদেন পক্ষে “বন্ধুজন”

তুমি আমায় বন্ধু ভাবোনি
এটা আমারই ভুল;
আমি তোমায় বন্ধু ভেবেছি
এটাও আমারই আপরাধ

সবাই বন্ধু হতে পারে না
বন্ধু হতে কি যোগ্যতা লাগে
তাও, জানা গেল না

বন্ধু তোমার থাকুক
অন্য একজন;
তবুও তো আমি কেউ একজন
শুধুই “পরিচিতজন”

সুসময়ে পাশে থাকুক
তোমার সেই বন্ধুজন;
দু:সময়ে হলেও ডেকো
যদিও, আমাদের দূরত্ব যোজন যোজন

এটাই আমি, আমি এমনই
জীবন তো যাবেই, সময় কাটুক যেমনই

ফেব্রুয়ারী ৭, ২০২৪ বিকেল ৪টা
মৌলভীবাজার

"অভিযাত্রী-২০২৪"