১০৭১
মাঝে মাঝেই
মেঘের জানালা দিয়ে আকাশ দেখি
আকাশের বিশালতা
ঘনত্ব
আকাশের অস্থিরতা; কিংবা নীরবতা
নাড়িয়ে দেয় ভীষনভাবে

জীবনের একটা জানালা
থাকা দরকার ছিল
তন্ময় হয়ে নিজেকে দেখতাম
অথচ, আমার কোন জানালা নেই

ছিল হয়তো
কেউ একজন বন্ধ করে দিয়েছে

ফেব্রুয়ারী ৬, ২০২৪ দুপুর ১২টা
ঢাকা টু মৌলভীবাজার যাত্রাপথে

১০৭২
এখানে সেখানে
ঘুরে বেড়াই
মূলত পালাতে চাই, লুকোতে চাই
হারিয়ে যেতে চাই
অদৃশ্যে থাকতে চাই

কোথায়, কেন, কেমন করে
এসব প্রশ্নে বিব্রতবোধ করি

প্রশ্ন এড়াতে চাই
মানুষের ভীড় থেকে মুক্তি চাই
আর কিছু?

এটুকু হলেও, চলে
তবে হ্যা, স্মৃতির বিড়ম্বনা থেকেও দূরে থাকতে চাই

ফেব্রুয়ারী ৫, ২০২৪  রাত ১২টা
মিরপুর, ঢাকা

১০৭৩
অত:পর ফিরে যাই
সক্ষমতার অভাবে
গভীরতার তল স্পর্শ হলো না

উপরিতলে খানিকটা পাওয়া থাকে বটে
মানুষের ভীড়ে তাও হারিয়ে ফেলি

অত:পর
আমি একাকীই থেকে যাই
অনেকের সাথে, জাবরকাটা জীবনকে আপন করে

ফেব্রুয়ারী ৫, ২০২৪ রাত ১১:৩০ মি
মিরপুর, ঢাকা

১০৭৪
সাদা কালো ডায়েরীর পৃষ্ঠাগুলো
ভীষন টানে
যা বলা হয় না, কেউ না জানে

অলিখিত পৃষ্ঠাগুলো
আফিমের মতো নেশাগ্রস্থ রাখে
লিখে রাখি, যা বলিনি তাকে

ফেব্রুয়ারী ৩, ২০২৪ রাত ৯:৩০ মি
শিবগঞ্জ, চাপাইনওয়াবগঞ্জ

১০৭৫
অভ্যাসগুলো বন্ধুর মতো
ছায়ার মতো লেগে থাকে;
অনুসংগগুলো বর্ণচোরা
কানামাছি খেলে

উল্টোদিকে হাটতে চাই
স্মৃতিগুলো আটকে রাখে;

স্মৃতির সাথে অভ্যাসের বন্ধুত্ব
আমাকে অসহায় করে তোলে

ফেব্রুয়ারী ৩, ২০২৪  রাত ১০টা
শিবগঞ্জ, চাপাইনওয়াবগঞ্জ