১০৬৬
ছেঁড়ে যেতে হবে বলে
এখনই ছেঁড়ে যাওয়া;
কষ্ট হলেও, পিছুটান মুছে ফেলা
কেবল স্মৃতিটুকুই সাথে রাখা।

তুমি এখন ভিন্ন মানুষ, ভিন্ন আয়োজন
আমার আর নেই কোন প্রয়োজন;
সে তোমায় আগলে রাখবে
দুঃসময়েও ভালোই থাকবে

জানুয়ারী ২১, ২০২৪ রাত ১১:৩০মি
মিরপুর, ঢাকা

১০৬৭
মানুষ আদতে শারীরিক সৌন্দর্য্যের
মোহে থাকে, কিন্তু
প্রেমে পড়ে ব্যক্তিত্বের

মোহের প্রেম কিংবা প্রেমের মোহ
ভিন্ন মাত্রা দ্রোহ

জানুয়ারী ২৪, ২০২৪,  সন্ধ্যে ৬টা
ব্রিটানিকা হোটেল, সিলে্ট

১০৬৮
তার চেয়ে বরং যাই সরে
আরো একটু দূরে
আরো দূরে…

তোমার মঙ্গল প্রার্থনায়
অবিরাম থেকে;
মগ্নতার ধ্যানে, তোমাকেই পেতে
দূরে সরে, যেতে যেতে…

জানুয়ারী ২৪, ২০২৪,  সন্ধ্যে ৬টা
ব্রিটানিকা হোটেল, সিলে্ট

১০৬৯
শহরের বিজ্ঞাপন বিলবোর্ডগুলোকে
অদ্ভুত লাগে, ঠায় দাড়িয়ে থাকে
কোন কাজ নেই
শুধু গুনগান প্রচার করা ছাড়া

ইদানিং আমার;
মানুষে মানুষে সম্পর্কগুলোকে
বিজ্ঞাপনী বিলবোর্ডের মতোই মনে হয়
শুধুই একে অপরের
প্রশংসা করা, গুনগান গাওয়া..

ফেব্রুয়ারী ২, ২০২৪ সকাল ৯টা
শিবগঞ্জ, চাপাই নওয়াবগঞ্জ

১০৭০
ছোট বেলায়
কসকো সাবানের প্রতি বিশেষ আকর্ষন
ছিল
কি যে মিষ্টি কালার!!
মাঝে মাঝে খেয়ে ফেলতেও ইচ্ছে করতো।

সাবানের দিকে তাকিয়েই থাকতাম ;
নিজের করে পাবার তীব্র এক আকাংখা ছিল
ফুরিয়ে যাবার ভয় ছিল
কেউ নিয়ে নেবার ভয়ে,
সারাক্ষন লুকিয়ে রাখতাম

ইদানিং
তোমাকে আমার কসকো সাবান মনে হয়

ফেব্রুয়ারী ১, ২০২৪ রাত ৯টা
শিবগঞ্জ, চাপাই নওয়াবগঞ্জ