ইদানিং
ছবিগুলো ফোন গ্যালারির চেয়ে
স্মৃতিতে রেখে দেয়াই উত্তম মনে হয়
আরো একটু বয়স বাড়লে স্মৃতিথেকে সব হারিয়ে যাবে
হয়তো একটু শান্তিও পাবো
সব স্মৃতি ধরে রাখতে নেই, এটা বুঝে গেছি

ইদানিং
বন্ধুরা আমার প্রেম, আমার জীবন সম্পর্কে
জিজ্ঞাসা করলে
উৎসাহ কিংবা বিরক্তবোধ কোনটাই করি না
কোনটাই টানে না
জাবরকাটা সময়ে প্রেম থাকে না

ইদানিং
ভুল আর শুদ্ধ
কোনটা নিয়েই ভাবতে ইচ্ছে করে না
কোন কিছুরই কোন মানদন্ড নেই
কোন মানুষই শুদ্ধ হয় না
মানুষ সার্থপর হবে,এটাই সত্য, ভিন্নতা চাওয়া অযৌক্তিক

ইদানিং
ভেতরে একটা তোলপাড় শুরু হয়েছে
আকাশের যেমনটা হয়
উজ্জ্বলতার সাথে মেঘলা আকাশের
আমার সাথে জীবনের কিংবা
জীবনের সাথে আমার

ইদানিং
কত কি ই ঘটে যাছে
বুঝতে পারছি অথচ পারছি না

জানুয়ারী ২৮, ২০২৪ সকাল ১১টা
কাটাবন, ঢাকা