আমি কেন তোকে
এতো করে চাই
প্রতিনিয়ত শাস্তি পেতে হয় তাই
আমি কেন শুধু
তোর সাথেই গল্প করতে চাই
অথচ তোকে কোথাও না পাই
আমি কেন বারবার
তোর কাছেই ফিরে যাই
অবজ্ঞা আর অবহেলাই শুধু পাই
আমি কেন ফেসবুকের
সবুজ বাতিতে তোকেই খুজি
তুই এখন অন্য কারো, সেটাও বুঝি
আমি কেন কবিতার পাতায়
তোকেই দেখতে পাই
অন্য কারো কবিতায় তোর ঠাই
আমি কেন সারাদিন
তোর অপেক্ষাতেই থাকি
সব থেকে যায় বাকী
আমি কেন
তোর ছবিতেই মুগ্ধ থাকি
বুক পকেটে জমা রাখি তোর দেয়া ফাঁকি
জানুয়ারী ২৮, ২০২৪ সকাল ১১টা
কাটাবন, ঢাকা