তীব্র এক সম্মোহনী শক্তি
প্রতিনিয়ত প্রতারিত করে;
হেরে যেতে যেতে ফিরে তাকাই
চলে যাই, আবার ফিরে আসি
এভাবে আর কতোকাল ??
শেষেরও একটা শেষ থাকা
চাই
অথচ বুঝেও বুঝি না আমি
আমার শাস্তি হওয়া দরকার
প্রতিরোধের এক তীব্র
শক্তি চাই; নিজের ভেতর
বাইরের সাথে ভেতরে দ্বন্দ্বের
অবসান চাই
আমার একটা শাস্তি হওয়া চাই
আমি ভুল করে ভুল করি
অসচেতনভাবেও ভুল করি
সচেতনভাবে ভুল তো করি
প্রতিনিয়তই
আসলেই, আমার একটা শাস্তি হওয়ার দরকার
এবারের ভুলটাই যেন
শেষ ভুল হয়;
তোমার দিকে তাকানো
এটাই যেন শেষ তাকানো হয়
আমার একটা শাস্তি হওয়ার দরকার
তারপর
একদিন আমি শুদ্ধ হবো
নিশ্চই পারবো
একদিন আমি শুদ্ধ হবো, শুদ্ধ হবো
জানুয়ারী ২৭, ২০২৪ সন্ধ্যে ৬টা
মিরপুর, ঢাকা