প্রতিদিন কতোবার
খুঁজি তোমায়? জানো?
ফেসবুক পোষ্টে
মোবাইলে সেভ করে রাখা ছবিতে
ম্যাসেঞ্জারে?

এক মিনিটে কতোবার হতে পারে?
জানার কোন আগ্রহ নেই তোমার!!

তুমি এখন ভিন্ন মানুষ
ভিন্নজন তোমার বিন্ধু কিংবা আপনজন
কিংবা; হতে পারে
পথচলার সাথী।

আমি এখন ভিন্ন মানুষ
অপ্রয়োজনীয়

জানুয়ারী ২১, ২০২৪ রাত ১১টা
মিরপুর, ঢাকা