আক্ষেপগুলো ফিরিয়ে নিলাম
ভালো থাকার জন্য
অভিযোগগুলো ভুলতে চাইলাম
নিজের প্রতি অভিযোগগুলো; পরোখ করার জন্য
নিজের কাছে ফিরে আসলাম
জীবনের কাছে; জীবনকে ফিরিয়ে দেয়ার জন্য
তোমাকেও ভুলে গেলাম
উপায়হীন বেঁচে থাকার জন্য
অভিমানগুলো জমিয়ে রাখলাম
অপ্রকাশিত কবিতার জন্য
জানুয়ারী ১৭, ২০২৪ রাত ৮টা
মিরপুর, ঢাকা