তুমি ভুল করার আগেই
সম্ভাব্য ভুলের জন্য ক্ষমা করেছিলাম;
ভুল করার পর
আর ক্ষমা করতে পারি না
ভুলের আগে ক্ষমা
করার মধ্যে মর্যাদাবোধ থেকে;
ভুলার করার পরে
ক্ষমা করার মধ্যে মহত্ত্ব থাকে।
মর্যাদাবোধ নাকি মহত্ব
মানবজীবনের জন্য কোনটা বেশি উপকারি??
কাল্পনিক ভুল এবং বাস্তবিক ভুল
যোজন যোজন দূরত্ব!!
ভুলের পুনরাবৃত্তি
ক্ষমার মধ্যে লুকানো থাকে;
ভুলের প্রায়শ্চিত্তে
সংশোধনের সুযোগ; বাঁকে বাঁকে।
জানুয়ারী ১৪, ২০২৪, রাত ১১টা
সোনাডাংগা, খুলনা