১০৬১
শুধুমাত্র
জন্মহীন ইচ্ছেগুলোই স্বাধীন
বাকী সবই পরাধীন

ইচ্ছের জন্ম না হলে
মানুষ ভালো থাকে, জীবন উদযাপনে থাকতে পারে
অন্যথায় পরাধীনতার মোড়কে
স্বাধীনতার স্বাদ নেয়

জানুয়ারী ৬, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা

১০৬২
তুমি বুঝলে না, তোমার
"অন্যায়গুলো", কতোটা অন্যায়

আমিও বুঝলাম না, আমার
" ভুলভুলো", কতোটা ভুল

কেটে গেলো এক জীবন
পাশাপাশি, অথচ নেই কাছাকাছি

জানুয়ারী  ১১,,২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১০৬৩
ভুল শোধরানো জন্য
আমি সবাইকে, একবারই সুযোগ দিই
অন্যদের থেকে,
আমিও নেই, একবার ই

শুধু তোমাকেই দিয়েছিলাম
অনেকবার

অবশেষে...
ফিরে আসলাম কিংবা ফিরে গেলাম

জানুয়ারী ১১, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১০৬৪
সুখ, দু:খ, কষ্ট
আর, বেচে থাকাটাকেই, দেখা হয়
খুব কাছে থাকে;
জীবনকে দেখা হয় না

আমি, শুধু মানুষ খুজি
মানুষের ভেতর জীবন থাকে;
মানুষ দেখি না

আমার এক বন্ধু
তার কবিতায় লিখেছে
"বেচে থাকাটাই আমার পেশা"

আমার পেশা
একটি জীবন খুজে বেড়ানো!?

জানুয়ারী ১১, ২০২৪ দুপুর ২টা
মিরপুর, ঢাকা

১০৬৫
জীবনে সব কিছু যদি ভালোই হয়,
তবে আর কোন গল্প থাকে না,
বলার মতো আর কোন কথাই থাকে না।

সব ভালো দিয়ে গল্প হয় না।
সব খারাপ দিয়েও গল্প হয় না

সব মানুষ আমার মতো ভাববে না
সব কাজ আমার মতো করেও হবে না

"আমার মতো", ভাবনাটাই এক তীব্র যন্ত্রনাভ

জানুয়ারী ৮, ২০২৪ রাত ১১:৩০মি
মিরপুর, ঢাকা