১০৫৬
জীবনের এতো আয়োজন
এখন মনে হয়, অযথাই;
ছিল না প্রয়োজন।

সময়ের কিছু প্রশ্নের সম্মুখীন যখন
আমি ছাড়া, আর কে আছে তখন?

নিজের সাথেই কথোপকথন
আগামীকাল এবং এখন

জানুয়ারী ১, ২০২৪ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

১০৫৭
আমি যখন নিঃস্ব, সৃষ্টির সীমানায়
অদৃশ্য হৃদয়ে নিমগ্ন থাকি ভিন্ন ভাবনায়

সৃষ্টির অমৃত প্রবাহে ডুবে,
স্বপ্নে ডুবে থাকি হৃদয়ের মাঝে

অজানার মাঝে নিজেকে একা বেঁধে রয়েছি,
আত্মা আকাশে বিস্তৃত, বিচার অবাধে

অবিরাম ছায়ায় মৃত্যু আসে,
আমি নিঃস্ব, অমর হৃদয়ে জাগায়

জানুয়ারী ৫, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৫৮
চারিদিকে বিকাশ হয়,
সব ছুঁয়ে আমি অন্তরে ভূগোলের ছোট মহাসাগর

চিরকাল একা না থেকেও একা থেকে যাই
অন্তর্দহনে বসে থাকি অসীম মাধ্যমে

অন্তর্দহনের গভীরতার মধ্যে
ছুঁয়ে যায় বিশ্বের অমৃত অধ্যায়

জানুয়ারী ৫, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১০৫৯
সৃষ্টির গহীন ভাষায়,
আমি আছি, অজানা পথে

বৃষ্টির গভীরে, চাঁদের আলোয়
ভাসা একা একা হৃদয়ের অন্ধকারে

বলা হয় না যা বলতে চাই
কথার অভাবে বোঝা হৃদয়ের ভাষা

জানুয়ারী ৫, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা


১০৬০
নিঃস্বতার সমৃদ্ধির প্রস্থে
আমি চেনা হৃদয়ে বাজাই সুরে

নিঃস্বতার মোড়ে আছি ছায়ায়
একলা পথে হাঁটি

নীরবে যাই চলে, আত্মার সন্ধানে
বুক ভরে নিঃশ্বাস নিয়ে হাটি নীরবতার সঙ্গে

জানুয়ারী ৫, ২০২৪, সকাল ৭টা
মিরপুর, ঢাকা