১০৫১
কেউ কেউ মৃত্যুর কোলে মাথা রেখে
বেচে থাকে
জীবনহীন এক জীবনের সাথে
সখ্যতা গড়ে তোলে
ঈশ্বর তখনো তার সিন্ধান্তে
থাকেন অটল!!
ডিসেম্বর ২৫, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা
১০৫২
শর্তহীন জীবনের প্রত্যাশায়
জীবনহীনতায় কেটে গেল জীবন
শর্তহীন অধিকারের দাবীতে
অধিকারহীনতায় কাটিয়ে দিলাম
শর্তহীন প্রেমের প্রত্যাশায়
আজীবন প্রেমহীনতায় থেকে গেলাম
জানুয়ারী ১, ২০২৪ রাত ১১টা
শাহজালাল ইউনিভার্সিটি, সিলেট
১০৫৩
আমার শুধু ভুল হয়ে যায়!!
স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াই
ভুল স্টেশনে দাঁড়িয়ে যাই
ভুল স্টেশনে বসত গড়ি
ভুল স্টেশনে নেমে গিয়ে বন্ধু খুজি
ভুল স্টলে বসে চা খাই
ভুল শব্দে, ভুল ভাবনা লিখি
ভুল মানুষের সাথে, ভুল আবেগে জড়িয়ে পড়ি
আমার শুধু ভুল হয়ে যায়!!
ভুল মানুষ নির্বাচন করি
ভুল সময়ে ভালো কাজ করি
ভালো সময়ে ভুল কাজ করি
আমার শুধু ভুল হয়ে যায়!!
আমি ভুলগুলো শোধরাতে পারি না
শোধরাতে গিয়েও ভুল করে ফেলি!!!
জানুয়ারী ২, ২০২৪ রাত ১২টা
হীড গেষ্ট হাউজ, মৌলভীবাজার, সিলেট
১০৫৪
আমি একটি কবিতা লিখতে চাই
প্রতিদিন চেষ্টা করি
সঠিক শব্দ খুজে পাই না
আর কবিতা লিখা হয় না
অথচ, কবিতাই প্রতিদিন
আমাকে লিখে ফেলে
জানুয়ারী ২, ২০২৪ রাত ১২টা
হীড গেষ্ট হাউজ, মৌলভীবাজার, সিলেট
১০৫৫
আমার বেচে থাকার প্রার্থনাতে
তুমি ছিলে
মৃত্যুর প্রার্থনায়, তুমি নেই
আমার অপেক্ষার প্রহরাতে
তুমি ছিলে
ফিরে যাবার প্রত্যাশায়, তুমি নেই
আমার অনুভূতির অনুরননে
তুমি ছিলে
ভগ্ন হৃদয়ের পাদদেশে, তুমি নেই
বদলে যাওয়া সময়ে, বদলে গেলে
তুমি কিংবা
আমি
জানুয়ারী ২, ২০২৪ রাত ১২টা
হীড গেষ্ট হাউজ, মৌলভীবাজার, সিলেট