১০৪৬
ভোরের বাতাসে মিলে,
সুখের কোন এক শোকবন্ধন।
আলোর হাওয়ায় ঝড়ে ঝড়ে,
আমার হৃদয় ভরে উঠে বিচ্ছিন্নতা

সূর্যের প্রথম কিরণে,
আলোর মধ্যে ছুঁয়ে আসছে বৈশিষ্ট্য
আমি একজন বিচ্ছিন্ন যাত্রী,
সৃষ্টির গহন রহস্যে অনুভূতি ভরা

ডিসেম্বর ২৭, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১০৪৭
একাকী পথে অগ্রসর,
সৃষ্টির গান আমি শুনি আমার মনে
বিচ্ছিন্নতা হৃদয়ে জাগা
আমি বুঝতে পারি, এ বিচ্ছিন্নতাবোধ সত্য

একাকী রাতের আলোয়
আমি মনের অজানা পথে চলি
চাঁদের আলো বলছ
সেই পথে আছে আশার খেলা

ডিসেম্বর ২৭, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১০৪৮
আমি আমার ভেতর থাকি
সন্ধ্যা আসে হাস্যকেটে রুপান্তর
চন্দ্রকণ্ঠে গলন্ত হৃদয়
স্থান করে নেয় অসীম আকাশে

চোখের মধ্যে বৃষ্টির ধার
স্বপ্নময় রাত্রির আলো
হৃদয়ে ভাসা সূর্যের রং
বিশ্ব অমৃতকে ভরা

ডিসেম্বর ২৭, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১০৪৯
বিচ্ছিন্নতা মাঝে দূরে,
আকাশে নতুন এক তারা,
আমি একা থাকি দূরে, হৃদয়ে ভরা একটি কাব্য

একলা পথে চলতে,
দূর থেকে এক ছুটে,
আমি থাকি অনেক দূরে, সেই দূরের আকাশে

ডিসেম্বর ২৭, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

১১৫০
আমি আছি সেই স্থানে,
সব ভুলের ক্ষণ অবসান

মন হয় ভরা অনুভূতির সাগর,
আমার হিয়ার মাঝে অদ্ভুত ক্ষণ

ভেতরে করে মৃদু বৃষ্টি,
আমি ভাবছি সেই পুনরাবৃত্তি

ডিসেম্বর ২৭, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা