১০২৬
হৃদয়ে মিলে যায় স্বপ্নের রাজপথ,
আমার চোখ ভেসে ওঠে রঙিন কবিতায়
মৃদুভাবে আসে প্রেমের মাধুর্য,
শব্দে না হওয়া একটি ভাষা মুক্ত

সময়ের জলে ভিজে যায় আমার মন,
মৃদু সপর্শে আমি করতে পারি সব গোপন

ডিসেম্বর ২২, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা

১০২৭
মধ্য রাতে আমার মন
হয়ে যায় স্বপ্নের শহর
নিয়ন আলোর স্নিগ্ধতায়
চেনা শব্দের কবিতা হয় অচেনা

অস্থির মনে মিশে থাকে আলোর স্নিগ্ধতা
রাতের অন্ধকার ছুঁয়ে দেয়
অদৃশ্য তারা
চেনা আমি, মিশে যাই অচেনা কবিতার শরীরে

ডিসেম্বর ২২, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা

১০২৮
জীবনের একটি চৌরাস্তার মোড়,
অলিগলি পথ
বিষাদের সময়,
সময়ের নিবিড় হাতে মিলছে দহনের মুক্তির পথ

কেউ জানে না
কখন হয় ভাবনার কারাগার
আকাশের কোন মৃত তারা বিস্মৃতি হতে হতে,
আসে বিষাদের সময়, মনে পোড়ে শূন্য রাতে
ডিসেম্বর ২২, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা

১০২৯
শূন্যতার রাতে
আবেগের সীমা থেকে হৃদয়ের দূরত্ব
মেপে নেয়া যায় সহজেই

স্বপ্নের আকাশে মিশে যায় রঙ
শূন্যতার রাত হয়ে থাকে অদৃশ্য স্বপ্ন
মৃদু আলোয় তখনো নক্ষত্রের বিচরন দেখা যায়

ডিসেম্বর ২২, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা

১০৩০
অবগাহনে বিঘ্নহীন শূন্যতার মাঝে,
বীচিত্র আকাশে হারিয়ে যায় আমার বিচ্ছিন্ন স্বপ্ন

অবগাহনে ভাসা আমার অজানা মন,
চাঁদের আলোয় মিলে যায় এক অদৃশ্য পথে

প্রশান্ত শূন্যতা, সবকিছু অপেক্ষায়,
আমার হৃদয়ে শুধু মৃদু আলোর রাত

শূন্যতার ভাষায় আবৃত্ত হয়ে উঠে,
আমার মনে অদৃশ্য কবিতা বাজে এক স্বপ্নে

ডিসেম্বর ২২, ২০২৩ ভোর ৭টা
মিরপুর, ঢাকা