১০২১
অতঃপর আরো খানিকটা পথ
এগোলে; আমার সমাপ্তিক্ষণ আসবে
আমি এখন অপেক্ষায় আছি
তখন উদযাপন করবো
অপেক্ষা এবং উদযাপন ক্ষণ
দুটোই আনন্দের
বিষাদ কেবল
যে কোন একটির অনুপস্থিতি
ডিসেম্বর ২১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
১০২২
পৃথিবীর সমস্ত রূপের যোগফলের
ঊর্ধ্বে- রমনীদের রূপ
ঝলসে দেয়, পুড়ে যেতে হয়
তবুও পুরুষ পোড়া দেহ নিয়ে বেঁচে থাকে
পুরুষের আর দোষ কোথায়
স্বয়ং ঈশ্বরের ইচ্ছেতেই সব হয়
তিনি ভুল করলে
পুরুষের আর কি করার থাকে?!?!
ডিসেম্বর ২১, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা
১০২৩
প্রতি মুহূর্তে সৃষ্টি হয়
মন জড়ানো থাকে; কবিতার সাথে হৃদয়
সৃষ্টির সময়ে, ভাবনা প্রবাহে কবিতা হয় ভাষা
আলিঙ্গনে স্বপ্নময়
নিরন্তর অভিব্যক্তি, ভাবনা বলে
কবিতা হয় বিকাশে
হৃদয় জড়ানো, কবিতা হয় শব্দে,
স্বপ্নে বাধাহীন ভাবনায়
নিরন্তর সময়ে, চলে আসে
কবিতা হয় স্বপ্নে, হৃদয়ে, অভিব্যক্তি ধারণ করে
শব্দে বিনয়, কবিতা হয় অমর
নিরন্তর সময়ে, অভিব্যক্তি হয় প্রতিদিনে
ডিসেম্বর ২১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
১০২৪
বাতাসের নিম্নতম স্বরে
মুখে মুখে কথা বলছে ভূতেরা
এই শহরে কেউ জানে না
কখন, কার অনুভূতি ভাসছে নুতন বিকাশে
এই বিষন্ন শহর
ছাড়তে হবে
আবার যেতে হবে কোথাও
নুতন আলোকে, বেঁচে থাকার অনুসন্ধানে
ডিসেম্বর ২১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
১০২৫
কাগজে লেখা কবিতা
শব্দে শব্দে অন্তর্দহনে ছূটে বেড়ায় ভাষা
চোখে চোখে দেখি একটি অদৃশ্য ছায়া
অদৃশ্য কবিতারা থাকে বিমর্ষ
একটি শব্দ ছুঁয়ে যায়
স্মৃতির কোন সীমা
আমি চিন্তার জগতে প্রবেশ করি, অবিস্মরনীয় কোন আত্মসাক্ষাতে
সৃষ্টির ভেতর মৃদু স্পর্শ অনুভব করি, প্রতিনিয়ত
ডিসেম্বর ২১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা