১০১১
সখ্যতা হয়নি জীবনের সাথে
একক এবং একাকী পথে;
বিস্তৃত এক অংশ জুড়ে
সময়কে অতিক্রম করি, ভাবনার চাদরে মুড়ে
ডিসেম্বর ১৯, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা
ডিসেম্বর ১৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
১০১২
হৃদয়ে আবেগ মুখোমুখি
সৃষ্টির রহস্য মিশে যায়
চাঁদের আলোয় চোখ মেলে
রাতের গোপন গল্প
প্রেমের গান হৃদয়ে
পাখির সঙ্গে সুর মিলিয়ে
স্বপ্নের রাজ্যে পথ চলা
অভিজ্ঞতার বিচারে সৃষ্টি হয় নুতন দৃষ্টি
ডিসেম্বর ১৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
১০১৩
পথ চলতে চলতে
পাথরে গলিপথ, সময়ের চোখে নিঃসঙ্গ পথচারী
মনের কাছে বিকেলের মৃদুমন্দ হাওয়া
সঞ্চয়ে থাকে স্বপ্নের সুখ অনুভব
শহরের শব্দ থেমে যায়
বৃষ্টির দোকার ছুটে আসে মেঘ
ডিসেম্বর ১৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
১০১৪
আকাশের মেঘে ঢাকা
সকালের স্বপ্ন
অন্তরে সৃষ্টির রহস্য গোপন
পৃথিবীর গতি মনের গতির মধ্যে লুকিয়ে থাকে
এই অন্তর্দহনে মধ্যে মিলে থাকে
অহংকার নয়, বরং ভাবনার ভিত্তিতে মিয়ে যায় সব
ডিসেম্বর ১৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা
১০১৫
আমি যখন বিমর্ষ
ভাঙচুর রাতে, চাঁদের আলোয় মুখোমুখি দেখা হয়
আমি যখন বিমর্ষ আল্পনায়
চেনা মানুষেরা দূরে, ক্ষনিক সুখে ভরপুর
স্বপ্নের মাঝে অন্ধকার বিস্তারিত হয়
মনে মনে কিছু কথা বলা যায়
শব্দে শব্দে কবিতার শরীর
হৃদয়ে থাকে আকস্মিক শোকের ছায়া!!
ডিসেম্বর ১৯, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা