১০০৬
প্রশ্নের কাছেও পৌছানো পারিনি
তাই উত্তর জানা হয়নি

অন্যকে প্রশ্ন করা সহজ যতো
নিজেকে প্রশ্নে রাখা কঠিন ততো

প্রশ্নের উপরিতলে থেকে;
উত্তর না জেনেই
পৃথিবীতে থেকে যেতে হবে চলে

ডিসেম্বর ১৬, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা

১০০৭
টুকরো ভাবনা
প্রতিদিনের সাথে গতি মিলিয়ে আসে
মনের মাঝে
অজানা পথে চলে নির্বিঘ্নে

প্রতিদিনের কিছু মুহূর্তে
একটি ছোট ক্ষণ কেটে যায় আমার মধ্যে
এক টুকরো ভাবনা জীবনের দানে

ডিসেম্বর ১৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১০০৮
আজকাল ভাবনারাও
বিচ্ছিন্নবোধে আক্রান্ত হয়
একা একা হাসে
সৃষ্টির আলোর বন্যার ভাসে

ছূটে আসা এক টুকরো ভাষা
বিচ্ছিন্ন সময়ে অন্তরে তাদের বাসা
আত্মবিশ্বাসের মগ্নে ঠাসা
আমি তখনো থাকি; অজানা এক প্রশ্নে বন্দীদশা

ডিসেম্বর ১৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১০০৯
চোখে ছুটে আসা একটি অনিদ্রা
স্বপ্নের সড়কে, আবার দেখা পাই
একটি বোবা কান্না
অথচ সুখের ঘুম আচ্ছন্ন রাখতে পারতো

আকাশের নীলে বিকেলের মেঘে
ভাষা যায় তার, ভুলে গিয়ে এই ক্ষণে
বিষন্ন মনে, দেখা যায় অজানে পথে
কথা হয় না, হৃদয়ে বৃষ্টি ঢাকে

ডিসেম্বর ১৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা

১০১০
সময়ের বন্ধনে, আমি হয়ে যাচ্ছি অদৃশ্য
হারিয়ে যাচ্ছি শহরের গলিতে গলিতে
একা, ভীষন একা

আমার ভুলে যাওয়া স্বপ্নেরা
আশার আবেগ; বুঝতে পারছি না এখন
মাঝে মাঝে

সাগরের মতোই আছে আমার ভাবনা
অসীম হাসি, কিছুটা বেশি শূন্য
সূর্যের আগে আমি, ছুটে আসতে পারছি না অজানার পথে

ডিসেম্বর ১৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর, ঢাকা