১০০১
মানুষ, হারানোর ভয়ে
প্রিয় মানুষকে ফেলে হারিয়ে
মরে যাবার ভয়ে
বারবার যায় মরে
মিথ্যের ভয়ে
মিথ্যের কাছেই খোঁজে আশ্রয়
সত্যের ভয়ে
এড়িয়ে চলে সত্যকেই
ভয়ে’র ভয়ই
মানুষকে ভয় পাইয়ে দেয়
ডিসেম্বর ৮, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
১০০২
একাধিক রঙের আকাশ ছুঁয়ে
বিকেলের শোক দূরে ভাসে
সূর্য মুছে আসে সবুজের হিমে
স্বপ ডুবে থাকে মেঘ ভরা রাত্রিতে
ফুলের মধুর কানন ছায়ায়
পথের কাছে মিশে যায়,
হাওয়ার গানে মোড় না জানা
প্রেমের মেঘ ছড়ায়
ডিসেম্বর ১৫, ২০২৩ রাত ১০টা
চরমন্তাজ টু ঢাকা (লঞ্চ যাত্রায়)
১০০৩
একাকীত্বের প্রস্তুতি হউক
নিজের সাথে
সংলাপ হউক একাকীত্বের সাথে মধ্যরাতে
একক স্বপ্নের অন্ধকারে
অজানা পথে চলা, নিজের সাথে
বিচারে থাকুক আত্মার কোণে প্রশান্তির হাওয়া
পৃথিবীর শব্দ বন্ধ করে
সৃষ্টির সব প্রশ্নে মুখরিত হউক
একাকীত্বের মধ্যে পেয়ে যাওয়া উত্তরে
ডিসেম্বর ১৫, ২০২৩ রাত ১থে
চরমন্তাজ টু ঢাকা (লঞ্চ যাত্রায়)
১০০৪
বিষন্ন চোখে আকাশ দেখে
কেউ, হারিয়েছে জীবনের অনেকাংশ
ধূষরতায় ছেয়ে গেছে শেষাংশ
অপেক্ষার পথে বিষাক্ত হয়েছে
হয়তো অনেক কিছু
কিছুতো আজও আছে বেঁচে
বিচ্ছিন্নতাবোধে সময়ের ছাঁচে
তবে, বিষন্নতা কেন ভাবাচ্ছে?!?!
ডিসেম্বর ১৫, ২০২৩ রাত ১০টা
চরমন্তাজ টু ঢাকা (লঞ্চ যাত্রায়)
১০০৫
আকাশ মেঘ ছুঁয়ে গেলে
চাঁদ বদলে যায় রঙে রঙে
বৃষ্টি পড়তে পড়তে ধূপের
মৃদু আঘাত খেয়ে
পথের মোড়ে হাওয়া বদলে
পৃথিবী গতি নেয় ভেগে
মানুষ হৃদয়ে বদলে যায়
বিচ্ছিন্নতাবোধে ভরা
ডিসেম্বর ১৫, ২০২৩ রাত ১০টা
চরমন্তাজ টু ঢাকা (লঞ্চ যাত্রায়)