আমার প্রধান শত্রু
আমি নিজেই
ভাবনা, রসনা এবং সব কাজেই
অন্যকে শত্রু ভেবে মরি
পথে হলো দেরী
মুখোশে মুখোশে নিজেকে করি ফেরি
নিজেকে করি গোপন
অহেতুক তর্কে বিতর্কে
সময়ের উদযাপন
নিজের ক্ষতি বুঝতে পারি
সময়ের কাজ সময়ে না করি
অন্যকে দোষী ভেবে আহ্লাদে মরি
অনেকভাবেই, এক আমি হয়ে যাই
অনেক আমি
যখন শত্রু ভাবি কেবলই তুমি
নিজেকে দেখা, নিজের কাছেই ফেরা
নিজের ভেতরে শত্রুতাকে
আমলে রাখা
অন্যথায়; পুরো জীবনই ফাকা
ডিসেম্বর ১০, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা