আমার একটি
বোকা বিষাদ আছে
একটি অহেতুক অভিমান আছে
নিরন্তর একাকীত্ব আছে
নিরুপায় অভিযোগ আছে
আর; বিষন্ন সময়ের সাথে আলিঙ্গন আছে
অনেক আছে’র মধ্যে
কিছু নেই’ও আছে
শুকুনের ডানা’র অস্থিরতা নেই
মন খারাপের ফাঁদ নেই
তীব্র আলোর ঝলকানি নেই
ভালোবাসার গন্ধ নেই
আর; আমার কোন বন্ধুও নেই
আমি অন্যের জন্য বেঁচে থাকি
কিছুটা সময়, নিজের জন্য রাখি
ইচ্ছেগুলো রাখি বাকী
অনিচ্ছেগুলো, অনিচ্ছাসত্ত্বেও করে থাকি
এই নিয়েই আছি আমি
এই আমি আমার ইচ্ছেতে বাঁচি না
নিজে নিজে মরে যাবার ইচ্ছেও রাখি না
ডিসেম্বর ৭, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা