৯৮৬
এতোদিন কোথায় ছিলে
বলা হবে না আমার
এটা নিশ্চিত;
জীবিত ইচ্ছেগুলো হত্যা করেছি সঙ্গত কারনে
হৃদয়ের অলিতে গলিতে
ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়েছে
মাঝে মাঝেই জেগে উঠে
পরম মমতায় ইচ্ছেগুলোকে বুকে পকেটে রেখে দিই
ডিসেম্বর ৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৯৮৭
বুঝতে পারি
মোহ কেটে গেছে তোমার
মোহের গতি খুব বেশি নির্বোধ হয়
পিষে ফেলে অন্যকে; তীব্র এক মোহ-গতির অহংকারে
তীক্ষ্ণ রূপের উপাসনা
করিনি কখনোই
পিচঢালা রাস্তায় পরিশ্রমী ঘামের বরাবরি ভক্ত ছিলাম
এখন নিঃস্বতার উপাসনা করি
ডিসেম্বর ৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৯৮৮
বড় বেশি অচেনা আগুন্তুক তুমি!
প্রযুক্তি কাছে এনে দেয়
বাস্তবতা দূরে ঠেলে দেয়
মানব সভ্যতা এক ভয়াবহ বিপর্যমুখী
প্রকৃতির বুক চিরে
বয়ে যাওয়া ভালোবাসার ছন্দ
প্রযুক্তি বাণিজ্যের পরম শত্রু
মানুষের জ্ঞানের ভেতর বাস করে এক অন্ধত্ব
ডিসেম্বর ৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৯৮৯
সময়ের অপচয় দিয়ে
সাজানো আমার এই দেহ
ভালোবাসার অপচয় দিয়ে
নির্মান শৈলী আমার হৃদয়
অথচ
আমি ছিলাম চরম শৃংখলিত
আপাদমস্তক নিরেট, সহজ এক মানুষ
কেমন করে, নিজের অজান্তেই অপচয়ের যাত্রা শুরু হয়েছিল!!
ডিসেম্বর ৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৯৯০
মাথা উচু করে বাঁচতে না পারলে
নিজের মতো বাঁচা বলে?
ইচ্ছেগুলো প্রকাশ করতে না পারলে
স্বাধীনতার জীবন বলে?
মুখ বুজে তো মেনে নেয়া যায়
দম বন্ধ করে কি বাঁচা যায়?
ডিসেম্বর ৩, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা