৯৮১
নগর সভ্যতার কাছে শুধু একটু
প্রেম চাই
সৃষ্টিজগতের সবটুকু প্রেমসত্তা
আমাদের প্রান সঞ্চারে বপন করে দাও
আমাদের গৃহসভ্যতা, পুজিবাদী অট্রালিকা
সব ধূলোয় মিশে যাক
আদিম প্রেম সভ্যতায় আমরা অবগাহন চাই
নগর সভ্যতা তোমার বিসর্জন চাই
ডিসেম্বর ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
৯৮২
দৃশ্যমান এবং অদৃশ্যমানতার
অর্থহীন প্রলাপ
সফলতা এবং ব্যার্থতার
বিরামহীন বাক্যলাপ
সম্পর্কগুলোও
আমার এমনই মনে হয়
অর্থহীন, ক্ষণিক, অস্থায়ী এবং বেদনাদায়ক
সময়ের মিলিয়ন মিলিয়ন ইউনিট অপচয়
ডিসেম্বর ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
৯৮৩
প্রতিটি মানুষই প্রতারনার
শিকার হয়
কেউ ভুল সিদ্ধানের
কেউবা, অভিজ্ঞতার ভুল সঞ্চয়ে
আমি দুবারই প্রতারিত হয়েছি
পতারক অভিজ্ঞতাগুলো ক্রমাগত
নির্জীব করে তোলে
আমার মগজের শক্তিমত্তা
ডিসেম্বর ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
৯৮৪
নিশ্চিত জানি
ঈশ্বর কোন দায়ভার বহন করেন না
আমার ক্রোধের
আমার ব্যর্থতার
আমার দহনের; সব দায়ভায় আমার একার
আমি এখন ভীষন ক্লান্ত
বিভ্রান্ত
পরিশ্রান্ত
কোথাও কি আশ্রয় আছে?
ডিসেম্বর ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা
৯৮৫
ছেলে মেয়েরা কি কোনদিন
সত্যিই এমন একটি
প্রশ্ন করে আমায় বিব্রত করবে?
পরিচিত জনেরা কি
সত্যিই একদিন
উপহাস করবে আমায়
ঈশ্বর কি আমায়
একদিন শাস্তি দিবেন? শুধুমাত্র
ব্যর্থতার জন্য!! অসফলতার জন্য??
ডিসেম্বর ২, ২০২৩ বিকেল ৪টা
মিরপুর, ঢাকা