৯৭১
ইতিহাসের দরোজা, জানালা
দুটোই খোলা থাকে
আমি ভুল করে, জানালার ফাঁক গলিয়ে
ভেতরটা দেখতে চেয়েছিলাম

অথচ
চাইলেই দরোজা দিয়ে ভেতরে
প্রবেশ করতে পারতাম
এক জীবনের ভুল আর শোধরানো গেল না

ডিসেম্বর ১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৯৭২
মনুষ্য সমাজই
বন্টন প্রশ্নে দ্বিধা বিভক্ত
ভালোবাসায় চলে দখলদারিত্ব
প্রেম হয়ে যায় বাজেয়াপ্ত

বন্ধন হয় আরো শিথিল
ছদ্মবেশী সম্পর্কগুলো বেশ জটিল
সভ্যতার গর্বে মানুষ হয় গর্বিত
ভেতরে সব শূন্যতায় নিহিত

ডিসেম্বর ১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৯৭৩
অবশেষে সরলপথে
চলে যাবো আমি
নিরপরাধ একটি জীবনকে সাথে নিয়ে
বর্তমান থেকে একটু এগিয়ে

মৌলিক আহ্বানগুলোকে
উপেক্ষায় রেখে
জীবনের গালে চুমুর দাগ মুছে দিয়ে
ইচ্ছেকে অবজ্ঞায় রেখে, আরো একটু এগিয়ে

ডিসেম্বর ১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৯৭৪
জন্মের পর পরই
ঈশ্বরের সাথে পরিচিত করানো হয়েছে আমায়
দেখা হয়নি
তবে, মাঝে মাঝেই কথা হয়

এতোটা বছরের পরিচিত ঈশ্বর
একবারও বলেনি আমায়
জন্মকুঠিতে আমার হেরে যাওয়া লিখা আছে
শুধু শুধুই এতো পরিশ্রম আমার!!!

ডিসেম্বর ১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৯৭৫
সুন্দরী রমনীর সংখ্যা
বাড়তেই থাকবে, প্রতিদিনই বাড়বে
ভালোবাসার সমানুপাতিক হবে না কোনদিন
সমীকরণে আটকে থাকবে না

মর্ত্যের নারী অপেক্ষা
নারী মুর্তির সংখ্যা বাড়বেই
পুরুষের অস্তিত্বের সংকটে নুতন পৃথিবীর
জন্ম হবেই।

ডিসেম্বর ১, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা