৯৬১
নিরাপদ অন্ধকারে
ছুঁয়ে দেখি সেই চোখ
আরো গভীর থেকে
ছুঁয়ে দিতে চাই
জীবন সঙ্গীতের সুরে পার্থক্য সৃষ্টি করার
ভীষন ইচ্ছে আমার
নভেম্বর ৩০, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৯৬২
প্রতিদিন সকালেই পরিচয় হয়
রোগার্ত গ্লানির সাথে
অথচ
কাক ডাকা ভোরে
ঐশ্বরিক অনুভূতির সাথে স্পর্শ হয়
আত্মার গভীরে তীব্র
এক অভিমানি সুর নিয়ে
হেটে চলি প্রতিদিন, দূরে থেকে বহুদূর
নভেম্বর ৩০, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা
৯৬৩
জন্ম নেয়ার পর
অজান্তেই বেঁচে থাকার স্বাদ জন্মেছিল
তারকাদের তীক্ষ্ণ নজরদারিতে ক্লেদ্গুলো
পরাজিত ছিল
জৈবিক মন্ত্রের ভুল সিদ্ধান্তে
সব এলোমেলো
পাথরচাপা মিছিলে মিছিলে, সময় এগিয়ে গেলো
শূন্যতার ক্যাভাসে, এবার ফিরে যাবার সময় হলো
নভেম্বর ৩০, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা
৯৬৪
যন্ত্রনার পাথরগুলো
অযথাই অহং রূপধারন করে
বিশ্বাসে মোড়া ধারণাগুলো মিথ্যে হয়
সন্ধ্যের খোলাছাদে, ভাবনাগুলো বিভোর রয়
নীরবে খসে পড়ে
একফোটা জল, চাই না অথচ বারে বারে!?
নভেম্বর ৩০, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা
৯৬৫
প্রকৃতির স্নায়ুতে স্নায়ুতে
জলরঙ
কে সেই চিত্রকর??
মানুষের জীবনের ক্যানভাসে
রঙের অভাব হলো কেন?
নভেম্বর ৩০, ২০২৩ রাত ১০টা
মিরপুর, ঢাকা