৯৫১
বিস্ময়সূচক কিছু সময়ের
সম্মুখীন হতে হয় বারবার
প্রশ্নবোধক শব্দগুলো তাড়িয়ে বেড়ায় সারাক্ষন
অথচ; আমি এড়িয়ে চলতে চাই

বিশ্বাসের ডানায় আগুন নিয়ে
ঘুরে বেড়াই
স্বপ্নের পুলসেরাতের গোড়ায় থেমে থাকি
পথজুড়ে ত্রিবিন্দুর মিছিলের কারনে

নভেম্বর ২৫, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৯৫২
বিকল্প জীবনের সন্ধানে থেকে
ঈশ্বরকে সমীহ করা যায়??

যাপিত জীবনের স্মৃতি রোমন্থন করে
সময়কে পরিত্যাক্ত ঘোষনা করা যায়??

বর্তমানকে অবজ্ঞা করে
অতীত আর ভবিষ্যতের বন্ধুত্ব হতে পারে??

অবান্তর প্রশ্ন অথচ
উত্তরটা ভীষন জরুরী

নভেম্বর ২৫, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৯৫৩
গ্যালারী ঘুরে ঘুরে
মাঝে মাঝে দেখি, অসংখ্যা চিত্রশিল্পীর
বিমূর্ত সব শিল্প কর্ম
ফটোগ্রাফারদের ছবির ভেতর থাকে “বিমুর্ত” ভাবনা

আমার জীবন
একটা বিমুর্ত ভাবনা মনে হয়
রূপকল্প অন্য কেউ, অথচ আমি তার ব্যাখা জানি

নভেম্বর ২৫, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৯৫৪
ট্রাফিক সিগন্যালে
তিনটে বাতি থাকে
লাল, হলুদ এবং সবুজ
মানুষকে সতর্ক করে, স্থির রাখে এবং গতির ইশারা দেয়

আমার জীবনে চারটি বাতি
তিনটে একই রকম, অন্যটি “ ঘন কালো”
ঈশ্বরকে জিজ্ঞেস করতে হবে
এর অর্থ কি?

নভেম্বর ২৫, ২০২৩ ভোর ৬টা
মিরপুর, ঢাকা

৯৫৫
কোন কোন দিন তুষারপাতের মতোই
ঝড়তে থাকে
একটি জমাটবদ্ধ জীবনকে সপে দেয়
রাতে কাছে

রাতের নিস্তব্ধতার শব্দ
একেকজনের কাছে একেক রকম
আমার কাছে
“ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর”, শ্লোগানের মতোই

নভেম্বর ২৫, ২০২৩ সকাল ১০টা
মিরপুর, ঢাকা