৯৪৬
যৌথ জীবনের গান শুনে শুনে
বড় হয়েছে যারা
যৌথ জীবনকে আদর্শ মেনেছে যারা
তারা আজ পরাজিত
একা একা হেটে বেড়ায় যৌথতার কোলাহলে
নুতন গানের রচনা হয়েছে
এখন সুরের কাজ চলছে
এককের গান;
আরো এক শতাব্দী পর সিদ্ধান্ত হবে
এককের ঠিকানা থাকবে কি না??
নভেম্বর ২৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৯৪৭
জীবন জুড়ে ভুলের বানী
গ্রন্থে লেখা ভুল ব্যাখা
সবাই পড়লো, চর্চাও করলো
সর্বত্র জুড়ে রয়েছে, ছোপ ছোপ রক্তের দাগ
কেউ টের পেলো না
কারোরই নজর কাড়লো না
কেবল, আমিই দেখলাম
আমার রক্ত মিশে আছে সেখানে
নভেম্বর ২৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৯৪৮
রোজ আমি কাঁকে খুঁজি
এখানে সেখানে
ফেসবুকে, চায়ের আড্ডায়, কবিতার অক্ষরে!!
খুজতে খুজতে
ঘুরপথে ঘুরে আসি বার বার, অযথাই
এর কোন মানে হয় না; জানি
তবুও খুঁজি
এটা বিভা নাকি বিভ্রম??
নভেম্বর ২৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৯৪৯
ছাইচাপা আগুনের তাপ লেগেছে
তবুও পুড়ে ছাই হয়নি
ধিকি ধিকি জ্বলছে
নিষিদ্ধ গলিতে যাওয়া হয়নি এখনো
একদিন যেতে হবে
শুনেছি সেখানে আগুন নিভে যায়
নভেম্বর ২৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা
৯৫০
ব্রাকেট বন্দী গল্পগুলো
খুব নিষ্টূর হয়, অমানবিক হয়
অথচ ব্রাকেটের বাইরে থাকা
গুল্পেরা নিজের সবটুকু শুষে নিয়ে
ঈশ্বরের সাথে তামাশায় মেতে ওঠে
আমার গল্পগুলো
কোটেশন বন্দী, তামাশা করতে শিখেনি
ভুলের সাথে আপোষ করে টিকে থাকার
লড়াইয়ে মেতেছে
নভেম্বর ২৪, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা