৯৩৬
স্বচ্ছ চাহনীতে তলিয়ে যাই
বার বার
ট্যারা চোখ দেখতে পাইনা

ঈশ্বরকে বোঝা সহজ মনে করে
তাকিয়ে থাকি
আকাশের দিকে; নিজের সাথে বোঝাপড়া
চলতেই থাকে……

নভেম্বর ২৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৯৩৭
ভ্রুক্ষেপের দরোজার সামনে
থেমে যায় আমার হাটাপথ
ইচ্ছেগুলো স্থির থাকে, পাথরের চোখের মতোই দৃষ্টি
অথচ বিশ্বাসের ডানা
তখনো কাঁপে খুব নীরবে

নিবিড় পরিচর্যায় অপেক্ষাগুলোকে
আগলে রাখি
তপ্ত রোদে ঝলসে যাওয়া রাস্তার মতো
আমি দহনে পুড়ি
ক্রমশই গ্রাস করে অনিশ্চিত আগামী

নভেম্বর ২৩, ২০২৩ রাত ১১টা
মিরপুর, ঢাকা

৯৩৮
আমার ধারনা
মানুষের জীবনে তিনটি ভয়াবহ
বাঁক থাকে

ভালোবাসার বাঁক ভয়ংকর
ভীষন পিচ্ছিল
অন্ধ, বধির কখনো বা অচল

নভেম্বর ২৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৯৩৯
রাতের নিস্তব্ধতায়
অসহায়ত্ব ভীড় জমায়
বোবা কান্না রবীন্দ্রসুরের সাথে সুর মেলায়
সময় উদযাপিত হয় স্মৃতি রোমন্থনের খেলায়

সূর্য্যের আলো
সবই শুষে নেয় তাপের বীরত্বে
দিনমান কৃত্তিম আনন্দ নিয়ে
শেষ বিকেলে ফিরতে হয় একাকীত্বে

নভেম্বর ২৪, ২০২৩ সকাল ৭টা
মিরপুর, ঢাকা

৯৪০
আমার সামনে নেই
সাথেও নেই; অথচ
তার নীরব উপস্থিতি
মাঝে মাঝে দারুন অনুভূতি দেয়

দিনের পুরোটা সময়
মনে পড়ে না হয়তো
অন্তত একটা সময় মনে তো পড়ে
ফিরে তো যাই তার কাছেই
গ্রহনযোগ্যতা চাই, সম্মতি চাই
বেঁচে থাকার অনুপ্রেরণা পাই

নভেম্বর ২৪, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা

৯৪১
মানুষের মন বোঝে না
ডানাওয়ালা পাখি
ফিরে যায় দূর অজানায়
যতো দূর চোখ যায়

চোখজুড়ে টলমল থাকে
বেদনার্ত কথামালা
উপস্থিতে চলে অনুপস্থিতির খেলা
কিছু কথা থেকে যায় বিদায়বেলা

নভেম্বর ২৪, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা

৯৪২
ভোর এবং সকালে সন্ধিক্ষন
আমায় আপ্লুত করে
পিনপতন রাতের নিস্তব্ধতার
মুক্তি মেলে

বিকেল এবং সন্ধ্যার সন্ধিক্ষন
আমায় আতঙ্কিত করে
ফিরে যেতে হবে অমীমাংসিত
প্রশ্নের কাছে, এককের ঘরে

নভেম্বর ২৪, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা

৯৪৩
মানুষের আনন্দ থামানোর
সুখ থামানোর
যন্ত্র আবিস্কার হয়েছে
অসুখ প্রতিরোধের টীকাও আবিস্কার হয়েছে

কান্না থামানোর যন্ত্র আবিস্কার
হয়নি এখনো

অথচ
সভ্যতার গর্বে গর্বিত মানুষ!!!

নভেম্বর ২৪, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৯৪৪
পানীয় জলের অভাবে
মানুষ এখন তৃষ্ণা মেটাছে
মানুষের রক্তে

জলশূন্য নদী ভরাট হচ্ছে
রক্তগঙ্গা বইয়ে দিয়ে

কাচাচামচে খুচিয়ে খুচিয়ে
চিকেন গ্রীল খেতে খেতে
প্রানী অধিকারের কথা বলছে মানুষ

ঈশ্বরকে প্রশ্ন করে, ফেরেশতারা
তবে কি ভুল করেছিলো ?

নভেম্বর ২৪, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা

৯৪৫
আমি “আমাকে” খেয়ে
নিচ্ছি প্রতিদিন
আমার “আমিকে”, শুষে নিচ্ছি
আমি নিজেই

আমাকে বাঁচানোর জন্য
মাটি, আলো, বাতাস
নব্য আবিস্কৃতি কীটনাশক; কিচ্ছু নেই
বাজার মূল্যে এসবের দাম বেশ চড়া

আত্মসমর্পিত মানুষের এটাই মুক্তির পাথওয়ে

নভেম্বর ২৪, ২০২৩ সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা