অভিমান কম হলে
অভিযোগটুকু বেড়ে গেলে
নিজেকে সংশোধনের সুযোগ মেলে
এ কথাটা; শুধু তোমার সাথেই চলে
অভিমান থাকে না যখন
অভিযোগটাই পাহাড় সমান
যুক্তি তর্কের খেলা তখন
এ কথাটা; তুমি আমার বন্ধু যখন
অভিযোগ, অভিমান
কোনটাই থাকে না তখন
তুমি আমি প্রত্যাশাহীন যখন
জীবন উদযাপনের সময় এখন
কেউ রইলো এগিয়ে
কেউ বা পিছিয়ে
হিসেবের খাতাগুলো বাদ দিলে
জীবন চলে সহজ ছন্দে, অন্তমিলে
অহংকার সব বিসর্জনে
আত্মমর্যায় টনটনে
অনুভবের ছায়া পরস্পরে
ভালোবাসা স্থান নেয় চুপিসারে
নভেম্বর ২৩, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা