তুমি কি আমার
অতীত নাকি বর্তমান?
দ্বিধায় থাকি, সারাক্ষন ভাবনায় নানা কথা জড়ো করি
অবশেষে ক্লান্ত হয়ে পড়ি
তুমি কি আমার ভবিষ্যত
সে ভাবনায় না থাকি
আগে তো বর্তমানের ফয়সালা করি!!
বর্তমান হারিয়ে গেলে, ভবিষ্যত থাকে কি করে?
এই যে সারাক্ষন
এসব ভাবনায় থাকি
তুমি তখন কোথায় থাকো? অন্য কোথাও?
অন্য কারো সাথে চায়ের আড্ডায়?
হাসিতে উচ্ছল, অন্তরঙ্গে গভীর আলাপী!!
আমি তখন আদার বেপারী।
ধূসর বর্তমান নিঃসন্দেহে
একদিন অতীত হবে;
ভবিষ্যত ছায়া মলিন হতে হতে
হারিয়েই যাবে
অক্টোবর ২৬, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা