আগে আমার কোন
ভয় ছিল না, প্রতিকূলতাকে অতিক্রম করার
দুর্দমনীয় ইচ্ছে ছিল, সামর্থ্যও ছিল
এখন ভয়, শুধুই ভয়
সারাক্ষন ভয়ে থাকি, আতঙ্কে থাকি
যে কোন সময় ওরা থাবা বসিয়ে দিতে পারে
প্রাণ হরন করতে পারে
যে কোন সময় আমার ছেলেমেয়েরা
এতিম হতে পারে
আমি অল্প কয়েকদিনের মধ্যেই
অভাবী হয়ে যেতে পারি
অনাহারী পরিবার পরিবারজনদের নিয়ে
রাস্তায় যেতে পারি
এখন আমি ভয়ে থাকি
সারাক্ষন আতঙ্কে থাকি, চিন্তাগ্রস্থ থাকি
ঘরবন্দী হয়ে যেতে পারি
অনিচ্ছেতেও বাকরুদ্ধ হতে পারি
চলতে ফিরতে নিমিষেই অগ্নিদগ্ধ হতে পারি
বুলেটে ছিন্নভিন্ন দেহে লুটিয়ে পড়তে পারি
আমার ঘামঝরা কষ্টের জমানো টাকা
লুট হয়ে যেতে পারে
আমার থাকার জায়গাটুকু দখল হতে পারে
বিচারালয় পর্যন্ত যেতে নাও পারি
গেলেও; পক্ষপাতিত্ব আইনের চোখারাঙ্গানিতে ফিরে আসতে পারি
আমার অর্জিত শিক্ষা ভুলে
তোষামোদকারী হতে যেতে পারি
মানবতাকে চিতায় পুড়িয়ে দিতে পারি
চিতার ছাইয়ে উল্লাস করতে পারি
এখন আমি ভয়ে থাকি
সারাক্ষন আতঙ্কে থাকি, চিন্তাগ্রস্থ থাকি
অক্টোবর ৩০, ২০২৩ রাত ৯টা
মিরপুর, ঢাকা