৯২৬
কারো কারো সাথে কথা বলতে বেশ "ভালো লাগে"
কারো সাথে "আরাম লাগে"

ভালো লাগে মানে, তারা যোগাযোযোগে দক্ষ,
আরাম লাগে মানে, তারা জীবন বোধে পরিপক্ক।

কারো কারো সাথে কথা বলতে "বিরক্ত লাগে"
কারো সাথে  "অনিচ্ছা জাগে"

বিরক্ত লাগে মানে, অমনোযোগী হলে
অনিচ্ছা লাগে মানে, শুধুই নিজ স্বার্থের কথা বলে

অক্টোবর ২৬, ২০২৩ রাত ৯টা
মিরপুর,ঢাকা

৯২৭
একটি মিথ্যের গর্ভে জন্ম নেয়
অসংখ্য মিথ্যে
চাকচিক্যে ভরপুর, ক্রিস্পি, সুস্বাদু
মিথ্যে প্রভাবিত করে, অনুপ্রানিত করে, অনুরণন তৈরি করে

অথচ
একটি সত্য,
অন্য একটি সত্যকে প্রতিষ্ঠিত করতে পারে না
অবহেলায়, উপেক্ষায়
দিন যাপন করে খুব নীরবে

মানুষ অহেতুক সত্যকে খোঁজে
সত্যের আশ্রয়ে নিজেকে নিঃস্ব করে

অক্টোবর ২৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর,ঢাকা

৯২৮
ওখানে যথাসময়ে বৃষ্টি
যথাসময়ে রোদ এবং ছায়া
যখন, যতটুকু প্রয়োজন

এখানে রোদ নেই, ছায়া নেই
বৃষ্টিও নেই
যখন যেমন প্রয়োজন, তারচেয়ে বেশি কিংবা কম

প্রকৃতির বিবেচনাবোধের উপর
ন্যায্যতার উপর
আমার কোন আস্থা নেই

অক্টোবর ২৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর,ঢাকা

৯২৯
মানুষ হত্যা করতে হাত কাঁপে না
খুনীদের
যুদ্ধবাজদের
রেপিষ্টদের

রাজনীতির চালে নিজের দলের লোককেই
হত্যা করে নির্বিগ্নে

অথচ, মানুষ লাশ হয়ে গেলে
লাশ কাটতেই হাত কাপে ডোমের;
নেশায় চুর হয়ে লাশের গায়ে হাত দেয়!!

উত্তম মানুষ তবে কে? মানব সভ্যতা কি উত্তর দেবে?

অক্টোবর ২৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর,ঢাকা

[নোটঃ ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ, যুদ্ধ আক্রান্ত শিশুদের মুখোচ্ছবি, অনাহারী মানুষের হাহাকার, যুদ্ধবাজদের হুঙ্কার, বিশ্ব মোড়লদের বক্তব্যের কচকচানি আর নিজ দেশের রাজনীতিবিদদের বিভৎস মুখ, প্রতিদিন দেখি, মনটা ভীষন ভারাক্রান্ত হয়ে থাকে সারাদিন, ভারাক্রান্ত মনে, নানা ভাবনার জন্ম দেয়]

৯৩০
থেকে গেছে কিছু অতীত চিনহ
উদ্ধ্যত বর্তমানের কাছে নেই তার মূল্য

সময়ের তিন কাল
পরস্পরকে প্রভাবিত করে
দেখা হয় না কারো সাথে, আগে কিংবা পরে

তোমার সাথে আমার দেখা হয় না
বহুদিন, বহু বছর
তবুও, হয়নি সময় প্রভাবমুক্ত

অক্টোবর ২৭, ২০২৩ রাত ৮টা
মিরপুর,ঢাকা