মৃত্যুর কাছাকাছি এসে
পেছনে তাকিয়ে দেখি
কেউ নেই
নেই তো কেউ!
এতোকাল তো ছিল!
ভুল প্রয়োজনে, অহেতুক আয়োজনে
সময়ের অপচয়
কি জবাব আছে তবে?
প্রায়শ্চিত্তের সামনে দাড়াতে হবে
কেউ কি হাত বাড়াবে!!!
পুনরাবৃত্তির চক্রে
জীবনের প্রান্তসীমায় দাঁড়িয়ে
যা ছিল নিজের আপন, সব হারিয়ে
নির্বাক সময় যায় গড়িয়ে
একক সত্তার কাছে আত্মসমর্পন
জীবন আদতে একটি ভুল সমীকরণ
অক্টোবর ২৬, ২০২৩ রাত ১২টা
মিরপুর, ঢাকা