দুজনেরই অভিমানী মন
কেউ কাউকে অভিযোগ করে না
কোন বিষয়েই না;
নির্লিপ্ত সময়ের কাছে আত্মসমর্পন করে
কেটে যায় দিন, মাস, বছর
অভিযোগগুলো আর সংশোধন হয় না
দুজনেই অভিযোগের ফুটন্ত জলে
ফুটতে থাকে
অভিযোগের বিপরীতে যুক্তি, পাল্টা যুক্তি
চলতেই থাকে
দিন, মাস, বছর কেটে যায়
অভিমানের আদরগুলো হারিয়ে যায়
অক্টোবর ২৬, ২০২৩ ভোর ১টা
মিরপুর, ঢাকা