মানুষের শুন্যতায় অবগাহন
কষ্ট গিলে ফেলে, পার করে এক ব্জীবন
তোমার শুন্যতা মুছে দিতে চেয়েছিলাম
তুমিই আমায় শূন্য করে দিলে!!
মানুষ কাউকে আস্থায় রেখে
স্বাচ্ছন্দে থাকে
আস্থা হারিয়ে নিজেকে পোড়ে
তোমাকে আস্থায় রেখে যেতে চেয়েছিলাম
অনেক দূর, যতোদূর চোখ যায়;
আস্থাহীনতায় জীবন এখন
আমার থেকেই পালিয়ে বেড়ায়
অক্টোবর ২১, ২০২৩ দুপুর ৩টা
মিরপুর, ঢাকা